চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

ভিসা জালিয়াতি ও তথ্য লুকানোর অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই এবং অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। সন্দেহভাজন অপরজন সান ফ্রান্সিসকো শহরে চীনা কনস্যুলেটে আত্মগোপনে থাকতে পারেন বলে সন্দেহ এফবিআইয়ের।

তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা চীনের সশস্ত্র বাহিনীর সদস্যপদের ব্যাপারে  মিথ্যাচার করেছে।

এফবিআইয়ের গোয়েন্দারা  যুক্তরাষ্ট্রের ২৫টি শহরের সন্দেহভাজন এমন অনেক লোককে জিজ্ঞাসাবাদ করেছেন, যাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সাথে ‘অঘোষিত সম্পর্ক‘ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে যে, এটি মূলত চীনা সেনা-বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে প্রেরণের পরিকল্পনার একটি অংশ।

মার্কিন বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা সেনাবাহিনীর সাথে তাদের ‘সত্যিকারের সম্পর্ক‘ আড়াল করে গবেষণা ভিসার জন্য আবেদন করেছেন। এটি আমাদের উন্মুক্ত সমাজের সুযোগ গ্রহণ এবং চীনা কমিউনিস্ট পার্টির আরেকটি পরিকল্পনার অংশ।

সাম্প্রতিক সময়ে বাণিজ্য, করোনাভাইরাস এবং হংকং ইস্যুতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রায় প্রকাশ্যে চীনের বিরুদ্ধে বিষোদগার করছেন।