চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি স্কুলে দুই বন্দুকধারীর হামলায় অন্তত একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো আটজন। 

মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিহত ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর। হামলায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে দুই সন্দেহভাজন  হামলাকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরাও ওই স্কুলেরই শিক্ষার্থী।

ডগলাস কাউন্টি শেরিফ টনি স্পারলক বলেন, দুই হামলাকারী হেঁটে স্টেম স্কুল হাইল্যান্ডস র‍্যাঞ্জে যায় এবং দুইটি শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলি চালায়।

‘তবে হামলার মিনিট কয়েকের মধ্যেই পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশনের ডেপুটিরা  ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

যখন হামলাকারীরা স্কুলটির মধ্যে হামলা চালায় তখন প্রায় ১ হাজার ৮৫০ শিক্ষার্থী বিভিন্ন ক্লাশে অবস্থান করছিল।

আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং আরেকজনের বয়স ১৮ বছরের কম বলে ধারণা করছে পুলিশ।