চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনেও থামছে না মৃত্যু

যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলেও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে না। বরং দিন দিন সেই সংখ্যা বাড়ছে।

শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ২৪২ জনের। গত সাত মাস আগে ৩ মার্চ ছিল ২ হাজার ৩৩৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,এপ্রিলের শুরুতে  যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু কিছুটা কমে আসলেও আবারও বাড়ছে আগের মতোই। পাশাপাশি সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেশটিতে।গত একদিনে আক্রান্ত রোগী ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, গত সাত মাস পর আবারও মৃত্যুর হার অনেক হারে বৃদ্ধি পাচ্ছে দেশটিতে।দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ২৩ জনের।

এদিকে দেশটিতে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি সামলাতে ভ্যাকসিন কার্যক্রমে নতুন করে পদক্ষেপ নেয়ার পাশাপাশি কঠোর নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন সব প্রতিষ্ঠানকে তাদের স্টাফদের করোনার ভ্যাকসিন দেয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে সাপ্তাহিক করোনা টেস্ট করার কথা বলেছেন তিনি।

দেশটিতে আড়াই লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা সাড়ে সাত লাখ।

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিতে সাধারণ মানুষদের মধ্যে একধরনের অনীহা কাজ করছে। ফলে করোনা মোকাবিলায় টিকা কার্যক্রম সফল করতেই বাইডেনের এমন নির্দেশনা। করোনা ঠেকাতে সচেতনতার পাশাপাশি টিকা নেওয়া নিশ্চিত করার বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা।