চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদন

করোনার চিকিৎসায় বাড়িতে বসেই ফাইজারের কোভিড প্রতিরোধী মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করতে পারবেন যুক্তরাষ্ট্রের ১২ বা তার অধিক বয়সের নাগরিকেরা। সাম্প্রতিক সময়ের ল্যাব রিপোর্টের আলোকে প্রতিষ্ঠানটি দাবি করছে, ওমিক্রন প্রতিরোধেও প্যাক্সলোভিড বেশ কার্যকরী।

বুধবার কোভিড চিকিৎসায় সর্ব প্রথম মুখে খাওয়ার ওষুধ অনুমোন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চিকিৎসা পদ্ধতিতে ওমিক্রন ধরনের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

ওমিক্রনের বিস্তার রোধে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরী ভিত্তিতে এ চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে।

ফাইজারের ক্লিনিক্যাল ট্রায়ালের সূত্র দিয়ে বিবিসি জানায়, এ ওষুধটি (প্যাক্সলোভিড) মারাত্মকভাবে কোভিড আক্রান্ত রোগীর মৃত্যহার ও হাসপাতালে চিকিৎসার সম্ভাবনাকে শতকরা প্রায় ৯০ শতাংশ কমায়।

ফাইজার জানায়, কোভিড চিকিৎসায় ২০২২ সালের মধ্যে ১২০ মিলিয়ন কোর্স উৎপাদন করবে। জরুরী ভিত্তিতে তারা যুক্তরাষ্ট্রে ওষুধ প্রদানে প্রস্তুত।

এ ব্যবস্থায় দুটি ওষুধ ব্যবহার হবে বলে জানা যায়। নতুনটির সাথে যুক্ত হয়েছে পুরোনো এন্টিভাইরাল রিটোনাভির।

প্যাক্সলোভিডের অনুমোদনকে একটি মাইলস্টোন বলেছেন আমেশ আদালজা। জন হপকিন্স এর স্বাস্থ্য নিরাপত্তা ইন্সটিটিউটের বর্ষীয়ান এ স্কলার আরো বলেন, এর মাধ্যমে কোভিডকে একটি নিয়ন্ত্রণযোগ্য ইনফেকশন বিবেচনার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া হলো।

ফাইজার জানিয়েছে, তারা ১৮ লাখ কোর্স প্রস্তুত রেখেছে। যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন কোর্সের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটির সাথে। এর প্রতিটি কোর্সের জন্য যুক্তরাষ্ট্রকে খরচ করতে হবে ৫৩০ মার্কিন ডলার।

প্রেসিডেন্ট জো বাইডেন এর সাথে সাথে অধিক ভ্যাকসিন প্রদান ও করোনা পরীক্ষার ঘোষণা দিয়েছেন।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শ্যাফনার বলেছেন এই ওষুধটি ওমিক্রনের প্রভাবে সৃষ্ট অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারে।

এফডিএ জানিয়েছে জরুরী প্রয়োজনে ডাক্তারের পরামর্শক্রমে এ পিলটি ১২ বছরের অধিক বয়স্ক নাগরিকরা ব্যবহার করতে পারবেন।