চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ২ লাখের বেশি, মৃত্যু প্রায় ৩ হাজার

বিশ্বের শীর্ষ করোনা আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র।  প্রথম ধাপে আক্রান্তের পর দ্বিতীয় ধাপে এসে দ্বিগুণ হারে বাড়ছে আক্রান্তের হার।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত একদিনে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এনিয়ে  দেশটিতে  মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জনে, যা একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।

মৃত্যুর দিক থেকেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গতকাল একদিনে ২ হাজার ৯১৩ জন মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৯৮ জনে।

২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৫লাখ ৮৪ হাজার ৩৮৮ জন এবং মারা গেছে ১১ হাজার ৭১৪ জন।

বুধবার সকাল পযন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ৮ কোটি ৮৫লাখ ৬১ হাজার ৮১০ জন। মোট মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৮৯৫ জন।

করোনার প্রতিরোধে এরই মধ্যে চলে এসেছে ভ্যাকসিন।  বিশ্বের প্রথম দেশ হিসেবে গতকাল ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে যুক্তরাজ্য।  মানুষের আশা, শিগগিরই পৃথিবী স্বাভাবিক ও সুস্থ অবস্থায় ফিরে আসবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন দেওয়ার পরও করোনার অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে হবে অনেকটা সময়।  এর মাঝে নিয়মিত মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলায় কোনো রকম অবহেলা করা যাবে না।