চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে একই দিনে দ্বিতীয়বার বন্দুক হামলা, এবার নিহত ৯

যুক্তরাষ্ট্রে একই দিনে পরপর দু’বার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর হামলার ঘটনায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খবরে যখন পুরো যুক্তরাষ্ট্র শোকাহত, তখন ওহাইয়োর ডেটনে বন্দুকধারীর হামলার খবর এলো।

দ্য গার্ডিয়ান বলছে, বন্দুকধারীর গুলিতে ওহাইয়োর ডেটনে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে এবং বন্দুকধারী মারা গেছে বলে জানা গেছে।

স্থানীয় সময় রাত ১টার দিকে শহরের ওরেগন অঞ্চলের একটি বারের বাইরে গোলাগুলি সংঘটিত হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ প্রধান ম্যাট কার্পার সাংবাদিকদের জানান, টহলরত পুলিশ কর্মকর্তারা বন্দুকধারীকে হত্যা করতে সক্ষম হন।

তিনি বলেন, আমাদের বাহিনীর সদস্যরা এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রশিক্ষিত। আমরা ভাগ্যবান যে সেসময় টহলরত পুলিশ কাছাকাছি ছিল।

ডেটন পুলিশের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, গুলি শুরু হওয়ার পরপরই আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত ঐ ঘটনার সমাপ্তি ঘটাতে সক্ষম হন।

ধারণা করা হচ্ছে, ‘ই ফিফথ স্ট্রিট’ এর নেড পেপার্স বারের বাইরে গুলির ঘটনাটি ঘটে।

বন্দুক হামলার এ ঘটনা এফবিআই এর কর্মকর্তারা তদন্ত করছেন।