চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা ঘোষণা

কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাবলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ উপলক্ষে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ওবামা। নতুন পরিকল্পনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন তিনি।

এর মধ্যে সকল অস্ত্র বিক্রেতাকেই এখন থেকে সনদ নেওয়ার পাশাপাশি ক্রেতাদের অতীতের রেকর্ড পরীক্ষা করার ব্যাপারে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী র‌্যান্ডপল এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্টের এই নির্বাহী পদক্ষেপের বিরুদ্ধে তিনি সর্বাত্মক লড়াইয়ে নামবেন।

তবে ওবামা বলছেন, তাঁর নতুন এই পদক্ষেপ আইনগত কর্তৃত্বের আওতাতেই থাকবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একের পর এক হামলা-সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র আইনে সংস্কার আনতে নতুন ওই পরিকল্পনা প্রকাশ করেন ওবামা।