চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাজ্য, বাহরাইনের পর ফাইজারের ভ্যাকসিন কানাডায়

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে যুক্তরাজ্য ও বাহরাইনের পর এবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে কানাডা।

আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা। এছাড়াও ২৭ ডিসেম্বর থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে ইসরায়েল।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুমোদনের পর ডিসেম্বরের মধ্যে প্রায় ২ কোটি নাগরিককে কোভিড ভ্যাকসিন দেয়া হবে। পর্যায়ক্রমে পরবর্তী ছয় মাসে কমপক্ষে ১০ কোটি আমেরিকান ভ্যাকসিন ডোজ পাবেন।

ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি সতর্ক করেছেন, টিকাদান কার্যক্রমের সাথে সাথে মানুষ যদি সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মানা বন্ধ করে দেয়, তাহলে সামনে আরও বিপর্যয় পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

শীতকালে সংক্রমণ ঝুঁকি বেশি থাকায় ভাইরাসের পুনরুত্থানের বিষয়েও সতর্ক করেছেন এ স্বাস্থ্য বিশেষজ্ঞ।

স্পেনে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে আসলেও ক্রিসমাস উৎসবজুড়ে সবাইকে সতর্ক ও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা।