চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মিত্র শক্তির সিদ্ধান্তের পর রাশিয়ার হামলার জবাব’

কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

যুক্তরাজ্য ও মিত্র শক্তি সিদ্ধান্ত নেবার পর রাশিয়ার ইউক্রেন আক্রমণের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানায়, যুক্তরাষ্ট্র ও মিত্ররা রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।

বৃস্পতিবাব এক টুইট বার্তায় বরিস জনসন জানান, ইউক্রেনে ভয়ঙ্কর হামলার ঘটনায় বিস্মিত হয়েছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিনা উস্কানিতে হামলার মাধ্যমে রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ জি-৭ নেতাদের বৈঠক আহ্বান করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও মিত্র শক্তিরা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।

ইউক্রেন ও তার জনগনকে সমর্থন ও সহায়তা চালিয়ে যাওয়া হবে বলে জানান বাইডেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবা রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়ে সাড়া দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার উপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ সহ বেশ কিছু আহ্বান জানিয়েছেন ।

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।