চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘যা খুশি তাই করছে কোহলি’

ভারতজুড়ে যখন কোহলি বন্দনা চলছে, তখন বিপরীত স্রোতে দাঁড়ালেন বিষেণ সিং বেদি। তিনি বলছেন, বিরাট কোহলি যা চাইছেন তাই করছেন।

ভারতের সাবেক অধিনায়ক একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন, ‘আমি সরাসরি বলছি, বিরাট কোহলি যা চাইছে, তাই করছে। আর তাকে সেটা করতেও দেয়া হচ্ছে।’

কোহলির সঙ্গে ঝামেলার জেরে ভারতীয় দলের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়াতে হয় অনিল কুম্বলেকে। তখন দুজনের দ্বন্দ্ব নিয়ে ব্যাপক হইচই হয়েছিল। ওই ঘটনায় বেদি কুম্বলের পক্ষে।

তিনি বলেছেন, ‘অনিল তো বলেইছিল যে, সে বেরিয়ে আসতে পেরে দারুণ খুশি।’

সেই সঙ্গে বেদি এও বলেছেন, ভারতীয় দল কোহলি নির্ভর। তার কথায়, ‘ভারতীয় দল খুব ভালো। এটা সবাই জানে। কিন্তু মজার কথা হল, যখনই এরা বাইরে যায় তখনই দুর্বল হয়ে যায়। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় সমস্যা হবে ঠিকই, কিন্তু তাদের দলটা ওই দুজন নিয়ে গঠিত নয়।’

অস্ট্রেলিয়া সফরে কোহলি ভারতের সব আশার আলো। তিনি সফল হলে দলও সফল হবে। এতেই যত আপত্তি বেদির। তিনি বলেন, ‘সেদিক থেকে দেখতে গেলে আমাদের দল (ভারত) তো শুধু কোহলির উপর নির্ভরশীল। শুধু ব্যাটসম্যান নয়, অধিনায়ক হিসেবে প্রবল চাপ রয়েছে তার উপর।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলে কোহলির ভারতীয় দল। বুধবার টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের আকর্ষণীয় ক্রিকেট লড়াই।