চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

দাপুটে পারফরম্যান্স দিয়ে আরব আমিরাতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছা পাকিস্তান বিশ্বযজ্ঞে থাকা স্কোয়াডের মাত্র একজনকে বাদ রেখে খেলতে আসছে বাংলাদেশে। কেবল মোহাম্মদ হাফিজ আসছেন না।

তিন ম্যাচের টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে আসছেন বাবর আজমরা। তাদের বোর্ড ছোট ফরম্যাটের সিরিজের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে। যার ১৭ জনই আছেন বিশ্বকাপে।

৪১ বছর বয়সী হাফিজ নির্বাচকদের অনুরোধ করেছেন বাংলাদেশ সফরে বিবেচনা না করে সম্ভাবনাময় কাউকে সুযোগ করে দিতে। পিসিবি তার অনুরোধ রেখেছে।

মূল স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপের রিজার্ভ খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির আসছেন টাইগার ডেরায়।

পাকিস্তান ঢাকায় পা রাখবে ১৭ নভেম্বর। ১৯, ২০, ২২ তারিখে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সব খেলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তারপর হবে টেস্ট সিরিজ।

পাকিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হাইদার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।