চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যশোরে মাটি ছাড়াই তৈরি হচ্ছে বিভিন্ন ফসলের চারা

যশোরের চুড়ামনকাঠিতে গড়ে উঠেছে চারা উৎপাদনের অত্যাধুনিক নার্সারি। পলিনেট হাউসে সম্পূর্ণ মাটি ছাড়াই সেখানে কৃষকের চাহিদা নিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ফসলের চারা।

কফির কাপের মতো ছোট ছোট পাত্রে মাটির বদলে কোকোপিট। এতেই তৈরি হচ্ছে বিভিন্ন ফসলের চারা। এছাড়াও কোকোপিটের সারি সারি ক্ষুদ্র পাত্রে তৈরি হচ্ছে চারা। পলিনেট হাউসে অত্যাধুনিক প্রক্রিয়ায় উৎপাদিত চারার দিকেই ঝোঁক কৃষকের। সবজিপ্রধান এলাকা যশোরে গড়ে ওঠা আধুনিক এই নার্সারি চারা তৈরি করছে কৃষকের চাহিদার ভিত্তিতে।

সবজি চারা উৎপাদনের ক্ষেত্রে যশোরের বারোবাজার, চুড়ামনকাঠি এলাকার ঐতিহ্য বহুদিনের। কিন্তু মানসম্মত চারা নিয়ে ভোগান্তি রয়েছে কৃষকের। এই চিন্তা থেকেই এই উদ্যোগ জানাচ্ছেন ম্যাক্সিম অ্যাগ্রোর স্বত্বাধিকারী।

এরই মধ্যে বিভিন্ন ফসলের চারা তৈরি করে কৃষকের আস্থা কুড়িয়েছে এই প্রতিষ্ঠান। এমনকি চারার যোগান পেয়ে কৃষিতে আসতে শুরু করেছেন নতুন নতুন উদ্যোক্তা।