চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যশোরে ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগ

যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।

এই পাঁচ জনের মধ্যে আমজাদ হোসেন মোল্লা (৭৭) গ্রেফতার হয়ে কারাগারে আছেন। যিনি ১৯৭১ সালে মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই মামলার অন্য ৪ আসামি পলাতক রয়েছে। গ্রেফতারের স্বার্থে পলাতকদের নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।

এই আসামিদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানার ২নং বান্দবিলা ইউনিয়ন এর উত্তর চাঁদপুর, পাইদঘাট ও প্রেমচারা গ্রামের বিভিন্ন স্থানে আটক, শারীরিক নির্যাতনসহ ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

২০১৭ সালের ২৬ এপ্রিল এই মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।