চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ময়মনসিংহের উপ-নির্বাচনে আ. লীগের জয়

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সমন্বয়ে গঠিত জাতীয় সংসদের ময়মনসিংহ-১ এবং গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী জুয়েল আরেং ও নাজিম উদ্দীন আহমেদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং এক লাখ ৭০ হাজার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট।

ময়মনসিংহ-৩ আসনে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে ভোট চলাকালে দুপুরে জালভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান ভোট বর্জনের ঘোষণা দেন।