চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৌসুম শেষে সিদ্ধান্ত নেবেন ইনিয়েস্তা, ঝুলে আছে মেসির চুক্তিও

বার্সেলোনা নেইমার-সুয়ারেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। কিন্তু স্বস্তি মেলেনি। কাতালান শিবিরের প্রাণভোমড়া মেসি যে এখনো বার্সার সঙ্গে নতুন চুক্তিতে আসেননি। মেয়াদ নবায়ন না করার তালিকায় আছেন বার্সা কাপ্তান আন্দ্রেস ইনিয়েস্তাও। ফিসফাস চলছে দল ছাড়তে চান মেসি-ইনিয়েস্তা। তবে সেই গুঞ্জনে কান দিচ্ছেন না দলটির টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। তার আশা, শিগগিরই চুক্তির মেয়াদ বাড়াবেন মেসি-ইনিয়েস্তা। তবে ইনিয়েস্তা মৌসুম শেষের আগে কোন সিদ্ধান্ত জানাচ্ছেন না, চুক্তি ঝুলে আছে মেসিরও।

মেসির সঙ্গে বার্সার পুরনো চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের মাঝামাঝিতে। ইনিয়েস্তার সঙ্গে দলটির চুক্তির মেয়াদও একই সময় পর্যন্ত। যদি এই সময়ের মধ্যে দুই তারকার সঙ্গে নতুন চুক্তিতে না আনতে পারে কাতালান ক্লাবটি, তাহলে ফ্রি-ট্রান্সফারে যেকোনো দলে চলে যেতে পারবেন মেসি-ইনিয়েস্তা। দুই ফুটবলারের জন্য দেওয়া বাই-আউট ক্লজ থেকেও বঞ্চিত হবে বার্সেলোনা। সেটি বার্সার জন্য বিশাল ক্ষতির কারণ হবে।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মেই আছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনিয়েস্তার মাঝে দেখা যাচ্ছে সেই পুরনো ঝলক। এখনই দুজনকে হারাতে চায় না বার্সা কর্তৃপক্ষ। দুজনকে ধরে রাখতে কাতালানরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফার্নান্দেজ, ‘ইনিয়েস্তা এবং মেসি দ্রুতই নতুন চুক্তিতে আসবে। ইনিয়েস্তা ইতিমধ্যেই বলে দিয়েছে সে এই মৌসুম পরে তার সিদ্ধান্ত জানাবে। সে খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। আমরা তার মতামতকে গুরুত্ব দেই। ইনিয়েস্তা যদি মৌসুম শেষে আমাদের সঙ্গে বসতে চায়, আমরা তাই করবো।’

আর মেসিও তাদের হতাশ করবেন না বলে ফার্নান্দেজের বিশ্বাস, ‘ক্লাবই ঠিক করবে কখন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেবে। সময় গুরুত্বপূর্ণ, কিন্তু সব চুক্তিরও তো একটা মেয়াদ আছে, তাই না।’