চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মৌলভীবাজারে কমলার ভালো ফলন

মৌলভীবাজারে এ বছর কমলার ফলন ভালো হয়েছে। কমলা পাড়া, বাছাই ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন চাষি।

এবছর জেলায় প্রায় আড়াইশ’ একর জমিতে রয়েছে কমলা বাগান। এর মধ্যে জুড়ি ও বড়লেখা উপজেলায় কমলায় বাগানের সংখ্যা বেশি। জেলার অন্যান্য উপজেলায় বিচ্ছিন্নভাবে কিছু কমলার গাছ রয়েছে। বাগানে বাগানে এখন চাষীদের কমল সংগ্রহের ব্যস্ততা।

গাছে গাছে শোভা পাচ্ছে কাঁচা পাকা কমলা। বাগানে নাগপুরী, দার্জিলিং ও খাসি এ তিন জাতের কমলা বেশী। তবে উৎপাদন ভালো হলেও গান্ধি নামে এক ধরনের পোকার আক্রমণে গাছ থেকে ঝরে পড়ছে কমলা।

কমলা চাষিরা জানিয়েছেন, এক একটি গাছে ৫০ থেকে সর্বোচ্চ আড়াই হাজার কমলা ধরেছে।

তবে সেচ সার ও কীটনাশক সঠিকভাবে প্রয়োগ না করার কারণে গাছ থেকে কমলা ঝরে পড়ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান। তিনি বলেন, গান্ধি পোকা দমনের জন্য কীটনাশক পনের দিন পরপর কমলায় তিনবার স্প্রে করলে পোকা দমন করা সম্ভব।