চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মৌলভীবাজারের ‘জঙ্গি আস্তানা’য় গুলি ও বিস্ফোরণের শব্দ

মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছে জঙ্গিরা। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়েছে।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৌলভীবাজারে দুটি আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক রয়েছে। সেটা মাথায় রেখেই অভিযান চলছে।

এডিসি আরো জানান, জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ঘেরাও করে রাখা হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি সঙ্গে কানেকটেড।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত একটি বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় নাসিরপুরে অবস্থিত অপর বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুটি বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারা যায়, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই লন্ডন প্রবাসী।