চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মোস্তাফিজের হাতে দুই পুরস্কার

উইকেট দখলের লড়াইয়ে মোস্তাফিজুর রহমানের ধারেকাছে ছিল না কেউ। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে কাটার মাস্টারের সেরা বোলারের পুরস্কার অনুমেয়ই ছিল। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁহাতি পেসার পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

শুক্রবার মিরপুরে আসরের ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে জেমকন খুলনা। ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রানার্সআপ দলের পেসার মোস্তাফিজ পান সেরা বোলার ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন বেক্সিমকো ঢাকার পেসার মু্ক্তার আলী।

চট্টগ্রামের ওপেনার লিটন দাস সেরা ব্যাটসম্যান হয়েছেন। ১০ ম্যাচে তিন ফিফটিতে তিনি করেছেন ৩৯৩ রান। আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান জাতীয় দলের আরেক ওপেনার তামিম ইকবালের। ফরচুন বরিশালকে নেতৃত্ব দেয়া বাঁহাতি ব্যাটসম্যান ৯ ম্যাচে দুই ফিফটিতে করেছেন ৩২৪ রান।

বিশেষ পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন চারজন। তারা হলেন- মিনিস্টার গ্রুপ রাজশাহীর ওপেনার নাজমুল হোসেন শান্ত, বরিশালের টপঅর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বেক্সিমকো ঢাকার অফস্পিনিং অলরাউন্ডার রবিউল ইসলাম রবি।