চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোনাকোর কোচ হলেন অঁরি

যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলেন সেই ফরাসি ক্লাব মোনাকোর নতুন কোচ হয়েছেন থিয়েরি হেনরি অঁরি। একটি বিশেষ সূত্রের বরাতে তার দায়িত্ব নেয়ার কথা নিশ্চিত করেছে ইএসপিএন ফুটবল। ফলে বেলজিয়াম ও মরক্কো জাতীয় দলে তার যাওয়া নিয়ে চলা জল্পনারও অবসান হল।

গত সপ্তাহেই কোচ লিওনাদ্রো জারদিমকে বরখাস্ত করে ২০১৬-১৭’র লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তারপর থেকে মোনাকোর ফাঁকা চেয়ারে বসার দৌড়ে অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ৪১ বছরের অঁরি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইএসপিএন নিশ্চিত করে বলছে, শুক্রবার মোনাকোর সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছেন আর্সেনাল ও বার্সেলোনার সাবেক তারকা।

তারা আরও জানাচ্ছে, এরইমধ্যে নিজের স্টাফদের গুছিয়ে নেয়ার কাজ ‍শুরু করে দিয়েছেন অঁরি। আর আনুষ্ঠানিকতা সারতে রোববারই তিনি মোনাকোতে যাবেন।

নিজের খেলোয়াড়ি ক্যারিয়ার এই মোনাকো থেকেই শুরু করেছিলেন অঁরি। ক্লাবটির হয়ে ১৯৯৭ সালে লিগ শিরোপাও জেতেন।

মোনাকোর কোচ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বেলজিয়ামের প্রধান কোচ রবের্তো মার্টিনেজের সহকারী হিসেবে কাজ করেন অঁরি। শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের ২-১ গোলে জয়ের ম্যাচেও ডাগআউটে ছিলেন ফ্রান্সে বিশ্বকাপজয়ী এ তারকা।