চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-ইসরায়েল সরাসরি ফ্লাইটের ঘোষণা দিলেন মোদি

দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি, কৃষি ও জল সংরক্ষণসহ ৭টি চুক্তি সই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সঙ্গে দিল্লি-মুম্বাই-তেল আবিব সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ বা ওসিআই কার্ডের নীতিমালাও শিথিল করার ঘোষণা দেন তিনি।

কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তিতে তিন দিনের সফরে ইসরায়েলের তেল আবিব কনভেনশন সেন্টারে মোদির ঘোষণায় আনন্দে চিৎকার করে ওঠেন উপস্থিত ৫ হাজার প্রবাসী ভারতীয়। মোদি বলেন, ৭০ বছরের মধ্যে এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েল সফরের সুযোগ পেয়েছেন। এটা একটা আনন্দের বিষয়।’

তিনি জানান, ভারতীয় বংশদ্ভূত যারা ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তারা এখন থেকে ওসিআই কার্ড পাবেন।

এনডিটিভি জানায়, বুধবার সাত চুক্তি সইয়ের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার অঙ্গীকারও করেন নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। মোদি ইসরায়েল পৌঁছানোর পর নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এরপর প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার অনুষ্ঠানে সরাসরি ফ্লাইট এবং ওসিআই কার্ডের ঘোষণা দেন মোদি।মোদি

দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু দ্বিপাক্ষিক সহযোগিতার প্রশ্নে নয়, কীভাবে হাতে হাত মিলিয়ে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইকে সাহায্য করতে পারি, তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। ভারত ও ইসরায়েল, দু’টি দেশই বারবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।’

অন্যদিকে নেতানিয়াহু কিছুটা রসিকতার সুরে বলেছেন, ‘ভারত ও ইসরায়েলের মধ্যে বিয়েটা স্বর্গেই ঠিক হয়েছিল। আর সেই বিয়েটা হলো আজ।’