চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মে মাসে ছাত্রলীগের সম্মেলন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আগামী মে মাসে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সম্মেলনের তাগিদ দিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে কর্নেল (অব.) ফারুক খান।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের এক সভায় ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে নীতিগত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র জানায়, বৈঠকে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভালো কোনও দিন দেখে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের কথা জানান।

এর আগে গত ৩১ মার্চ ও ১ এপ্রিল ছাত্রলীগের ২৯তম সম্মেলনের সময়সীমা নির্ধারণ করা হয়ছিল। তবে পরে ওই সম্মেলন স্থগিত হয়।

গত ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।