চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেহেরপুরে চিকিৎসকের ওপর ‘হামলা’র প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি: ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের প্রতিবাদ করায় মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এমকে রেজাকে মারধরের অভিযোগ উঠেছে ওই ডায়াগনস্টিক সেন্টারে মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার বিকেলে এ হামলার পর ডাক্তার, নার্স ও কর্মচারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে।

গাংনী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিডি দাস বলেন, হাসপাতালে ভর্তি পূর্ব মালসাদহ গ্রামের আব্দুল হালিম ১০/১২ দিন ধরে জ্বরে ভুগছেন। ডাঃ এম.কে রেজা তাকে সিবিসি ও প্রসাবের পরীক্ষা করাতে বলেন। রোগীর স্বজনরা গাংনীর সনো ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে রিপোর্ট দেখায়।

‘‘কিন্তু তাতে কোনো কিছুই ধরা পড়েনি। পরে ওই চিকিৎসক অন্য জায়গা থেকে পরীক্ষা করাতে বললে সেখানে কয়েকটি সমস্যা ধরা পড়ে। চিকিৎসক ভুল রিপোর্টের প্রতিবাদ করায় তার উপর হামলা চালায়  ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক।’’

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকেই ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় ও তার সহযোগীরা আত্মগোপন করেছে।