চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু

গোলাম মোস্তফা: মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে লিটু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জবাবদিহি পত্রিকার সার্কুলেশন বিভাগে কর্মরত ছিলেন।

ঈদের ছুটিতে বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থায় করোনা উপসর্গ জ্বর ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয় তার।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বলেন: লিটু মিয়া গত বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর কাউকে কিছু না বলে বাড়ি চলে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে পুনরায় ভর্তি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

তার করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবারই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন বলেন: করেনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় তার লাশ ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে। তবে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তিনি ঢাকা থেকে আসার পর তার পরিবার হোম কোয়ারেন্টাইনে আছে।