চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসি-রামোসদের লিগ শুরুর অনুমতি

চাইলে ৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে আবারও মাঠে গড়ানো যাবে স্প্যানিশ লা লিগা, এমন সবুজ সংকেত দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আগে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, ১২ জুন থেকে সেভিয়া ও রিয়াল বেটিস ম্যাচ দিয়ে ফের পেশাদার ফুটবল শুরু করতে চান তারা।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে স্পেনে বন্ধ আছে সমস্ত ফুটবল প্রতিযোগিতা। দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আস্তে আস্তে অনুশীলনে ফেরা শুরু করেছে দলগুলো।

এরইমধ্যে মাঠে দেখা গেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো দলগুলোকে অনুশীলন করতে। স্পেনের প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে ফেরার অপেক্ষায়।