চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেসির ভাইয়ের কারাদণ্ড

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে মেসির ভাই মাতিয়াস মেসিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত।

কারাদণ্ড পেলেও মাতিয়াসকে জেলে যেতে হবে না। তাকে নাগরিক সেবার কাজে অংশ নিতে হবে।

আর্জেন্টিনার স্থানীয় সংবাদপত্র লা ক্যাপিটাল জানিয়েছে, তদন্ত কর্মকর্তাদের সঙ্গে মেসির ভাই নাগরিক সেবার কাজে অংশ নেয়ার একটি সমঝোতায় এসেছেন।

মেসির ভাইয়ের কাছে অস্ত্র পাওয়া যায় গত বছর। পরানা নদীতে একটি রক্তাক্ত নৌকায় অবস্থানের সময় অস্ত্রটি উদ্ধার করা হয়।

সেই সময় প্রাথমিকভাবে মেসির ভাইকে গ্রেপ্তার দেখানো হয়।

৩৫ বছর বয়সী মাতিয়াসের দাবি, তার মোটর বোট দুর্ঘটনায় পড়েছিল। সিকিউরিটি গার্ডকে জানান, বোট ফিশিং ক্লাবে পৌঁছানোর সময় স্যান্ডব্যাংকের সঙ্গে ঘর্ষণে তার মুখের কিছু অংশ কেটে যায়।

আগেও কয়েকবার আর্জেন্টাইন ফুটবল আইকনের ভাইয়ের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। ২০১৬ সালে তার গাড়িতে পিস্তল পাওয়া যায়। একবার মাদক সেবনের জন্য ৪৭০ ইউরো জরিমানাও করা হয়।