চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির দুই গোলে বার্সা এখন তিনে

দীর্ঘদিন টেবিলের মাঝামাঝিতে পড়ে থাকা বার্সেলোনা নতুন বছরের শুরুতেই উঠে এলো লা লিগা টেবিলের তিনে। যে পথে সবশেষ জয়টি এসেছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে।

মেসির দুটি ও পেদ্রির এক গোলে বুধবার রাতে অ্যাথলেটিকের মাঠে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রোনাল্ড কোম্যানের দল এখন স্প্যানিশ টেবিলের তিনে। চলতি মৌসুমে প্রথমবার চারের মধ্যে এলো কাতালানরা। ১৭ ম্যাচে নামের পাশে ৩১ পয়েন্ট।

দুই ম্যাচ কম খেলে, তথা ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুইয়ে ১৭ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে।

প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেটিও কেবল তৃতীয় মিনিটে। স্বাগতিকদের মুখে হাসি ফোটান ইনাকি উইলিয়ামস।

এগারো মিনিট পর তাতে সমতা টানেন পেদ্রি। মেসির লম্বা শট থেকে বল পেয়ে বক্সে ঠেলে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। তাতে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন পেদ্রি।

ম্যাচের ৩৮ মিনিটে পেদ্রির সাথে বল দেয়া-নেয়া করে লিড আনেন মেসি। এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারে অতিথিরা।

মধ্যবিরতির পরপর ফিরে মেসির একটি গোল বাতিল হয় অফসাইডের খাড়ায়। কয়েকমিনিট পর তার একটি শট গোলপোস্টে প্রতিহত হয়।

শেষে ৬২ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়ে। আলবার থেকে বল পেয়ে গ্রিজম্যান ঠেলে দিয়েছিলেন মেসির দিকে। নিজের দ্বিতীয় গোলটি আনতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। এ মৌসুমে তার নবম লিগ গোল।

ম্যাচের ৭৩ মিনিটে মেসির আরেকটি চেষ্টা বারে লেগে ফেরে। ম্যাচের ৯০তম মিনিটে ইকার মুনিয়াইনের গোলে আরেকদফা ব্যবধান বাড়ালেও বার্সার পয়েন্ট কাটতে পারেনি স্বাগতিকরা।