চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির জার্সি পোড়াতে চাওয়ায় নিষিদ্ধ ফিলিস্তিন ফুটবল প্রধান

মেসির জার্সি পুড়িয়ে প্রতিবাদের ডাক দেয়া ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌবকে এক বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা।

গত জুনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে ইসরাইলের বিপক্ষে আর্জেন্টিনার খেলতে যাওয়ার কথা ছিল। ফিলিস্তিনের সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তি এবং ফুটবলের শীর্ষস্থানীয় কর্মকর্তা এই ম্যাচের বিরোধিতা করেন। ম্যাচটি একদম শেষ মুহূর্তে বাতিল করে আর্জেন্টিনা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ের চলমান দীর্ঘতম সংকট। শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছেন। মে মাসের শুরুতেও গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এই অবস্থায় আর্জেন্টিনার ইসরাইলে খেলতে যেতে চাওয়ার ব্যাপারটি ভালোভাবে নিতে পারেননি রাজৌব।

সেই সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেসি বড় প্রতীক। তাই তাকে আমরা ব্যক্তিগতভাবে টার্গেট করেছি। আমরা সবাইকে বলেছি তার ছবি এবং জার্সি পুড়িয়ে প্রতিবাদ করতে। আমরা এখনো আশা করি মেসি এখানে খেলতে আসবে না।’

রাজৌবকে নিষিদ্ধের ঘোষণা দিয়ে ফিফা বিবৃতিতে বলেছে, ‘তার এমন বক্তব্য ঘৃণা এবং সহিংসতার সামিল।’

ফিফার কার্যক্রমে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি এই ফুটবল সংগঠককে ২০ হাজার ইউএস ডলার জরিমানাও করা হয়েছে।