চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির ‘দলাদলির কারণে’ বিশ্বকাপে নেই ইকার্দি

আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হার্নান ক্রেসপো দাবি করছেন, লিওনেল মেসির কারণেই মাউরো ইকার্দিকে দলে রাখেননি সাম্পাওলি। ইকার্দি নাকি মেসির বন্ধু নন।

ক্রেসপো মনে করেন, পেনাল্টি বক্সের ভেতর ইকার্দি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। তার কথার পেছনে যুক্তিও আছে। কেননা এই মৌসুমে সিরি আতে ইকার্দি দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ২৮ গোল করে ইতালির লিগে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা তিনি। আর সেই ইকার্দিকেই কি না রাশিয়া বিশ্বকাপের দলে রাখেননি সাম্পাওলি।

আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যমকে ক্রেসপো বলেন, ‘আমার মনে হয় ইকার্দি মেসির বন্ধু নয়। জাতীয় দল এখন একটা ম্যাজিক গ্রুপে  চলে। আমার কথা বুঝলেন তো? ইকার্দি সেই গ্রুপের কেউ নন।’

‘তার মতো একজন স্ট্রাইকার আর্জেন্টিনার দরকার। অথচ মেসি এবং সাম্পাওলি ভাবলেন উল্টোটা।’