চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসিরা রাজী না হলে দেউলিয়া ঘোষণা করা হবে বার্সাকে

সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবারের মধ্যে ফুটবলারদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে না পারলে দেউলিয়া ঘোষণা করা হতে পারে ক্লাবটিকে, বিস্ফোরক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রেডিও রেসওয়ান।

রেসওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ শতাংশ হারে কম বেতন নেওয়ার ব্যাপারে খেলোয়াড়দের রাজী করাতে শুক্রবার এক জরুরী বৈঠকে বসেছিলেন কার্লেস টেসকুয়েটস। পুরো বোর্ড নিয়ে জোসেপ মারিয়া বার্তেমেউয়ের পদত্যাগের পর প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন ম্যানেজিং কমিটির প্রধান টেসকুয়েটস।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে টেসকুয়েটসের কাঁধে গুরু দায়িত্ব, বার্সাকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করা। সেটা ঠেকাতেই শুক্রবার খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন তিনি। রেসওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ৫ নভেম্বরের আগে ৩০ শতাংশ কম বেতন নেয়ার ব্যাপারে খেলোয়াড়দের রাজী করাতে হবে তাকে।

খেলোয়াড়রা রাজী হলে ১৯ কোটি ইউরো সাশ্রয় হবে বার্সার। আর সাশ্রয়কৃত এই অর্থ দিয়ে ক্লাবকে দেউলিয়ার হাত থেকে বাঁচানো যাবে বলে ফুটবলারদের জানিয়েছেন টেসকুয়েটস। আর ফুটবলাররা রাজী না হলে জানুয়ারিতে নিজেদের দেউলিয়া ঘোষণা করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না বার্তেমেউ আমলে দুইহাত অর্থ উড়ানো বার্সা।

দেউলিয়াত্বের পাশাপাশি বার্সার আরেক দুশ্চিন্তার নাম লিওনেল মেসি। বার্তেমেউয়ের জায়গায় যিনি বসবেন বার্সার প্রেসিডেন্টের গদিতে, দায়িত্ব পেয়েই তার প্রধান কাজ হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নতুন চুক্তিতে বসানো। কারণ মেসি চলে গেলে শুধু বার্সার যে আয় কমবে তা নয়, একইসঙ্গে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডকে বেশ মোটা অঙ্কের বোনাস দিয়েও বিদায় হবে কাতালান ক্লাবটিকে। চুক্তির বিধান অনুযায়ী এই বোনাস দিতে বাধ্য বার্সা। যেখানে এখন অর্থ সাশ্রয় করাই প্রধান দুশ্চিন্তা সেখানে মেসিকে বোনাস দিয়ে বিদায় দিতে গেলেও বেশ মোটা অঙ্কের অর্থ বেরিয়ে যাবে ক্লাবটির।

খেলোয়াড়দের ঠিক কি হারে বেতন কাটা হবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পদত্যাগের আগে মেসিদের ১০ শতাংশ হারে বেতন কাটার ব্যাপারে শক্ত অবস্থানে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বার্তেমেউ। এ ইস্যুতে খেলোয়াড়দের সঙ্গে বেশ লম্বা এক দূরত্বই তৈরি হয়েছিলো তার। এদিকে রেসওয়ান বলছে কর্তনকৃত পারিশ্রমিকের পরিমাণটা হতে পারে ৩০ শতাংশ। ১০ শতাংশ বেতনই যেখানে কমাতে পারেননি বার্তেমেউ সেখানে আরও ২০ শতাংশ কমিয়ে টেসকুয়েটস কতটা সাফল্য পাবেন সেটা এক বড় প্রশ্ন!