চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মেলবোর্নে হয়ে গেলো বর্ণাঢ্য বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালি সোসাইটির বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার বিকেলে বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তিতে যেন একটুকরো শিল্পকলা একাডেমি হয়ে উঠেছিলো মেলবোর্ন ওয়েস্টার্ন রিজিওন স্কুল প্রাঙ্গণ।

প্রায় চার শতাধিক দর্শকের উপস্থিতিতে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যাটি ঝলমলে হয়ে ওঠে।

এই বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র জশ গিলিগ্যান।

এবারের আয়োজনে বাংলা স্কুলের ৫৫ জন শিশুর অংশগ্রহণে নির্মিত একটি শর্টফিল্ম “কান্ট্রি ইন মাই হার্ট” এর শুভমুক্তিও দেওয়া হয়।

বাঙালি সোসাইটির উদ্যোগে বছর ব্যাপী বাংলাদেশী শিশুরা বাংলা শিখে থাকে। প্রতি রোববার বিকেলে তারা একত্রিত হয়। বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কেও জ্ঞান লাভ করে তারা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নুসরাত ইসলাম বর্ষা এবং সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ফারিহা সালাহউদ্দিন। তিনি বলেন, আজকের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ছিলো। তারা নেচেছে, গেয়েছে, আবৃত্তি করেছে। এমনকি, তারা উপস্থাপনা এবং ফ্যাশন শোও করেছে। যা দারুণ  উপভোগ্য ছিলো।