চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেঘ কাটলেই কমবে ভ্যাপসা গরম

মেঘলা দিন থাকায় খানিকটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দুয়েকদিনের মধ্যেই আকাশের মেঘলা ভাবটা কেটে যাবে সেই সঙ্গে ভ্যাপসা গরমও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্তমানে চলমান লঘুচাপের আগে গরমের তীব্রতা অনেক বেশি ছিলো বলেই জানান আবহাওয়াবিদ শাহানা সুলতানা। বলেন, হিট ওয়েভ চলছিলো। সেটা এখন একটু কমেছে। তবে ভ্যাপসা গরম আছে। আকাশ মেঘলা দেখে বেশি গরম অনুভূত হচ্ছে। দুয়েকদিনেই সেটা কেটে যাবে। মেঘ কেটে গেলেই ভ্যাপসা গরমও কমে যাবে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে রংপুর, ময়মনিসিংহ, খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টিপাতের পরে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে আবহা্ওয়ার পূর্বাভাসে।