চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেক্সিকোয় বন্দুক হামলায় শিশুসহ ৯ মার্কিন নিহত

উত্তর মেক্সিকোয় সন্দেহভাজন ড্রাগ কার্টেল বন্দুকধারীর হামলায় কমপক্ষে শিশুসহ নয় জন মার্কিন নাগরিক নিহত হয়েছে। ওই হামলায় তিনজন নারী ও ছয় শিশু নিহত হয়েছেন।

নিহতরা লেবারন পরিবারের সদস্য, তারা বেশ কয়েক দশক আগে মেক্সিকোয় স্থায়ী হয়ে মরমন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিল।

উত্তর মেক্সিকোয় সিনোরা রাজ্যের দুটি প্রতিদ্বন্দ্বী দল ‘লা লানিয়া’ ও “লস চ্যাপোস” এর মধ্যে প্রায় সংঘর্ষ হয়। এদের মধ্যে লা লানিয়া দলের সঙ্গে বৃহত্তর জুয়েরেজ কার্টেলের সংযোগ রয়েছে এবং সিনোলোয়া কার্টেলের অংশ হিসেবে কাজ করছে “লস চ্যাপোস”।

নিহত পরিবারের সদস্যদের একজন নিউইয়র্ক টাইমস পত্রিকাকে জানান, নিহত শিশুদের মধ্যে দু’জনের বয়স এক বছরেরও কম ছিল।

এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘‘হামলায় নিহত পরিবারটি খুব চমৎকার ও বন্ধুসুলভ। দু’জন দুষ্কৃত ড্রাগ কার্টেলের মধ্যে পড়েছিলেন, ড্রাগ কার্টেল দুইজন একে অপরকে গুলি করছিলেন।”

আরেক পোস্টে তিনি লেখেন, ওই পরিস্থিতি দ্রুত মোকবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল ল্যাপেজ ওব্রাডর বলেছেন, হামলার পেছনে অপরাধীদের ধরতে মেক্সিকো “স্বাধীনতা ও সার্বভৌমত্ব” অনুসরণ নিয়ে কাজ করবে।