চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আরো বেশি আস্থাশীল ক্রেতারা

বাংলাদেশ তৈরি পোশাক খাত এখন অনেক বেশি শক্তিশালী ও শ্রম-বান্ধব হওয়ায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আরো বেশি আস্থাশীল হয়েছে ক্রেতারা। এমনটাই জানালেন, পোশাক খাত নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেলা মেসে ফ্রাঙ্কফুটের প্রেসিডেন্ট মিশেল সার্পে। তিনি আরো বলেন, হাই এন্ড-এর পোশাক তৈরি বাড়ালে বাংলাদেশের রপ্তানি আয় বাড়বে।

বিশ্বে তৈরি পোশাকের যেসব মেলা হয় তার মধ্যে অন্যতম ইউরোপের মেসে ফ্রাঙ্কফুর্ট। ইউরোপ আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা এ মেলায় অংশ নেন। সম্প্রতি টেক্স ওয়ার্ল্ড প্যারিসের প্রচারণায় বাংলাদেশে আসেন মেসে ফ্রাঙ্কফুর্টের প্রেসিডেন্ট। চ্যানেল আইকে একান্ত সাক্ষাতকারে তিনি জানান, পোশাক কারখানাগুলোর সংস্কার অগ্রগতিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর ক্রেতাদের আস্থা বেড়েছে।

শার্পে বলছেন, রপ্তানি মূল্য বাড়াতে আরো বেশি হাই-এন্ড পণ্য তৈরি করতে হবে বাংলাদেশকে।

রানা প্লাজা পরবর্তী সময়ে কেবল অবকাঠামো নয়, শ্রম আইন পরিবর্তন ও আধুনিকায়নসহ নানামুখী পদক্ষেপে বিশ্বজুড়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে বলেও পর্যবেক্ষণ তার।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: