চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৃত্যুর সংখ্যা ৭ লাখ ছাড়াল

মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ লাখ ১৮৯ জন মানুষের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৬৪২ জন।

করোনায় মৃত ও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরের অবস্থানে ব্রাজিল ও ভারত।

মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪১০ জন এবং মোট আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৭৭ হাজার ৫৩০ জন।

ব্রাজিলে মারা গেছেন ৯৫ হাজার ৭৮ জন, আক্রান্ত হয়েছে ২৭ লাখ ৫৯ হাজার ৪৩৬ জন।

ভারতে মারা গেছে ৩৯ হাজার ৮১৪ জন, আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২ হাজার ৫৯৮ জন।

বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৩৮১ জন।

বিশ্বে করোনায় মৃত্যুর হার ৬ শতাংশ ও সুস্থতার ৯৪ শতাংশ।