চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুহুর্তেই ছাত্রাবাসের বারান্দার মেঝে ধসে বিরাট গর্ত, আহত ১৫ শিক্ষার্থী

পটুয়াখালী সরকারী কলেজের ছাত্রাবাসের নীচতলার মেঝে ধসের পর সৃষ্ট খাদে পড়ে কমপক্ষে ১৫ ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মুহুর্তেই প্রায় ১২০ বর্গফুট আয়তন জায়গা নিয়ে সৃষ্ট হয় ৫ ফুট গভীর খাঁদ।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, তিন তলা ভবনের নীচ তলায় ছাত্রাবাসের আসন বন্টন নিয়ে বৈঠক শেষে ৩০-৩৫ জন ছাত্র বারান্দায় বের হলে মেঝে ডেবে নিচে ধসে পড়ে।

দুর্ঘটনার পর পর ছাত্রাবাস পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ, ছাত্রবাসের তত্ত্বাবধায়ক, শিক্ষক ও কর্মকর্তারা। ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে ছাত্ররা। ছাত্রাবাসের ভবনটি ২০০৮ সালে নির্মাণ করা হয়।