চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুশফিককে মিস করবেন মুমিনুল

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় রাওয়ালপিন্ডি রওনা হবেন মুমিনুল-তামিমরা। বর্তমান দলটির কোনো খেলোয়াড়েরই নেই দেশটির মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা।

টাইগারদের চ্যালেঞ্জিং মিশনে যাচ্ছেন না মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দেশসেরা ব্যাটসম্যানকে অনুমেয়ভাবেই মিস করবে দল। ম্যাচ যত এগিয়ে আসছে অধিনায়ক হিসেবে মুমিনুল দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের অভাবটা টের পেতে শুরু করেছেন ভালোভাবেই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘দলটা ভালো হয়েছে। অধিনায়ক হিসেবে আমি চেষ্টা করি দলে যেন খুব বেশি পরিবর্তন না হয়। আমার কাছে মনে হয় ওই জিনিসটা খুব ভালো হচ্ছে এখন। শেষ টেস্টে যারা ছিল তারাই আছে। হয়তো তামিম ভাই ছিল না, মুশফিক ভাই নেই। সবদিক থেকেই মুশফিক ভাইকে মিস করবো।’

‘সাকিব ভাইকে তো আগে থেকেই মিস করছি। মুশফিক ভাইয়ের জায়গাটা মিস করবো। তার জায়গায় যারা ব্যাট করবে তাদের জন্য এটা সুযোগ। সবদিক মিলিয়ে চিন্তা করলে দলটা খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয়।’

টেস্টে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। দেশের মাটিতে আফগানিস্তানের কাছে হারের পর ভারত সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ হতে হয়েছে। সবশেষ দুটি সিরিজের ব্যর্থতা পাশ কাটিয়ে পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াতে চান মুমিনুল।

‘আমার কাছে মনে হয় ইন্ডিয়া সিরিজ, আফগানিস্তান সিরিজ থেকে যেগুলো ভুল হয়েছিল, সেগুলো আমরা যদি রিকভার করতে পারি, তাহলে ভালো একটা টেস্ট খেলা হবে।’