চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তিযুদ্ধ আমার জীবনের একটি শ্রেষ্ঠ সময়: সেলিনা হোসেন

সাহিত্যে অবদান রাখায় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন: ‘এই পদক পাওয়ার আনন্দ আমাকে গভীরভাবে অভিভূত করেছে। কারণ মুক্তিযুদ্ধ আমার জীবনের একটি শ্রেষ্ঠ সময়।’

রোববার প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পদক গ্রহণ অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন একথা বলেন।

তিনি বলেন: মুক্তিযুদ্ধের সময়কে কেন্দ্র করে আমাদের যে জীবনযাপন হয়েছিলো সেটা আমাদের সাহিত্যে বারবারই উঠে আসছে। আমি মনে করি, আমাদের এই গৌরবের জায়গাটা চিত্রায়িত করা আমাদের সব লেখক সাহিত্যিকসহ সবারই দায়িত্ব।

এ বছর দেশ বরেণ্য ১৮ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ বছর দু’দফায় ৭টি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এখন পর্যন্ত বাংলাদেশে ২৬৫ জন ব্যক্তি আর ২৬টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।