চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমারে জান্তাবিরোধী ‘নীরব ধর্মঘট’

দীর্ঘ আন্দোলন-বিক্ষোভের ধারাবাহিকতায় এবার মিয়ানমারজুড়ে ‘নীরব ধর্মঘট’ করছে জান্তা শাসন বিরোধী জনগণ।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে সেনা শাসন বিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণ করা হয় এবং বাড়ি থেকে বের হলে কালো কাপড় পরতে দেখা যায় বিক্ষুব্ধদের।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের লাখ লাখ মানুষ সর্বাত্মক আন্দোলন শুরু করে। বহু রক্তের বিনিময়ে ও নির্যাতন-নিপীড়ণ সহ্য করে তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান গ্রহণ করেছে।

সম্প্রতি আন্দোলনে রক্তপাত বেড়ে যাওয়া ও সেনাবাহিনী ভয়াবহ আক্রমাণত্মক হওয়ায় গণতন্ত্রপন্থিরা আন্দোলনের নতুন পন্থা বের করেছে। তারই অংশ হিসেবে আজকের এই ধর্মঘট-বলছে রয়টার্স।

প্রতিবাদকারীদের ফেসবুক পেজে লেখা হয়, চলুন, সড়কগুলোতে নীরব করে তুলি। নিজেদের জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি শোক দেখাতে আমরা এই নীরব ধর্মঘট করবো। এ নিঃশব্দ কণ্ঠই হলো আমাদের উচ্চস্বরে প্রতিবাদ’।