চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমারকে রোহিঙ্গা সংকটের দায় নিতে হবে: মার্কিন যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমারের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে দায়ী করেছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিনকেন। দেশটিকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের দায় নেয়ার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়ার একটি পথ খুঁজে বের করতে মিয়ানমারকে পরামর্শ দিয়েছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট।

মিয়ানমারের প্রেসিডেন্ট ও জান্তা প্রধান জেনারেল থেইন সেইনের সঙ্গে ইয়াংগুনে সাক্ষাতের পর এসব কথা বলেন অ্যান্থনি।

তিনি বলেন, বৌদ্ধপ্রধান মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা ন্যুনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তাদের ওপর সাম্প্রদায়িক হামলাও চলছে। এসব কারণে চরম হতাশায় বিপজ্জনক সাগর পথে পালাতে হচ্ছে রোহিঙ্গাদের, জিম্মি হতে হচ্ছে মানবপাচারকারি-দালাল চক্রের কাছে।

এসব কারণে পাশ্ববর্তী দেশগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের ভীড় বাড়ছে বলেও জানান উচ্চ পদস্থ এই মার্কিন কর্মকর্তা।

এর আগে গত ২১ মে রোহিঙ্গা শরণার্থীদে আশ্রয় দেয়ার ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আন্দামান ও ইন্দোনেশিয়া উপকূলে সাগরে ভাসমান রোহিঙ্গা ও বাংলাদেশীদের উদ্ধারেও অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলো মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।