চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিনহুয়ার সেই সংবাদ পাঠিকা একটি রোবট!

পর্দায় প্রাইম টাইমে মিষ্টি চেহারার সংবাদ পাঠকা দেখতে অবিকল মানুষের মতো লাগলেও আদৌতে সে একজন রোবট। চীনের জনপ্রিয় সংবাদ সংস্থা সিনহুয়ায় সংবাদ পাঠ করে বিশ্বে নজর কারলেন প্রথম নারী রোবট সিন সিয়াওমেং।  

রোববার বেজিংয়ের বার্ষিক সংসদ অধিবেশনের অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করে সে।

অবিকল মানুষের মতোই তার মুখের অভিব্যক্তি এবং মানব সংবাদ পাঠিকার মতোই নির্দিষ্ট পদ্ধতি অনুকরণ করে সংবাদ পাঠ করেছে বিশ্বের প্রথম মহিলা রোবট সঞ্চালিকা।

তবে মিষ্টি চেহাররা সাথে সাথে সবার নজর কারে তার গোলাপি টপস, কানের দুল এবং চুলের কাট।  সিয়াওমেং হাসি হাসি মুখে যেমন করে সংবাদ পাঠ করছিল দেখে বোঝার উপায় নেই সে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট।

এক মিনিট দীর্ঘ এই ভিডিওটি সিনহুয়ায় প্রকাশ করার পরই ভাইরাল হতে শুরু করে।

 

গত বছরের নভেম্বরে পূর্বাঞ্চলীয় উঝেন শহরের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে পুরুষের আদলে তৈরি দুটি এআই উপস্থাপককে প্রকাশ্যে আনে সিনহুয়া।

এর মধ্যে একটি রোবট সংবাদ পাঠক ইংরেজিতে এবং অন্যটি চীনা ভাষায় কথা বলতে পারে।

চীনের ওই প্রতিষ্ঠানটির দাবি, সিন সিয়াওমেং বিশ্বের প্রথম নারী রোবট সংবাদ পাঠিকা।

এর আগে জানুয়ারি মাসের শেষের দিকে এরিকা নামের এক রোবট সংবাদ পাঠিকা তৈরির কথা জানিয়েছিল জাপানের ওসাকা বিশ্ব বিদ্যালয়ের ইন্টেলিজেন্ট রোবোটিক্স ল্যাবরেটরি।

ওই রোবটটি আগামী এপ্রিল থেকেই পুরোদমে সংবাদ পাঠ করবে বলে জানিয়েছিলেন ল্যাবরেটরির পরিচালক হোরিশি ইশিগোরি।