চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মিরপুরে টিকেট নিয়ে লঙ্কাকাণ্ড

দিন পেরোলেই এশিয়া কাপ ফাইনাল। ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে মিরপুরে টিকেট প্রত্যাশী এবং পুলিশের মধ্যে শুরু হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ টিকেট প্রত্যাশীরা।

মিরপুর ১০ নম্বরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

গতকাল শুক্রবার বিকাল থেকেই বুথের সামনে লাইনে দাঁড়ায় টিকেট প্রত্যাশীরা। শনিবার সকালে সেই লাইন আরো দীর্ঘ হয়। কিন্তু টিকেট বিক্রি শুরুর কিছুক্ষণ পরেই ‘টিকেট শেষ হয়ে গেছে’ বা ‘জাল টিকেট বিক্রি হচ্ছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে উঠে জনতা।

এরপর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরে ব্যাংকে হামলা চালায় সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় টিকেট বেচাকেনাও। পুলিশ লাঠিচার্জ শুরু করলে আশেপাশের স্কুলগুলোতে আশ্রয় নেয় সাধারণ লোকজন।

পুলিশ কর্মকর্তাদের দাবি বিশৃঙ্খলা সৃষ্টির পরই অ্যকশনে যায় পুলিশ। পুলিশ জানায়, বিনা উসকানিতে পুলিশের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। 

সেময় দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরাও আহত হন। এ ব্যপারে বিসিবিতে গেলে পাওয়া যায় নি কোন কর্মকর্তাকে।