চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিরপুরের ‘সেঞ্চুরি’র দিনে ফিল্ডিংয়ে হাথুরুর শ্রীলঙ্কা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বল করবে শ্রীলঙ্কা। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর লঙ্কানদের কোচ হিসেবে হাথুরুসিংহের এটিই প্রথম টুর্নামেন্ট।

২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করেছিল মিরপুরের এই স্টেডিয়ামটি। সেই ম্যাচে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

একশতম ওয়ানডে ম্যাচ আয়োজন করতে স্টেডিয়ামটির সময় লাগছে ১১ বছর। যা বিশ্বের অন্য একশ ছোঁয়া পাঁচটি স্টেডিয়ামের থেকে সবচেয়ে কম সময়ের রেকর্ড।

১৫ জানুয়ারি বাংলাদেশসহ এই দুই দল নিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে মিরপুরে।

দেশের মূল ক্রিকেট ভেন্যু শের-ই-বাংলায় এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৪০টিতে।