চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিরপুরের উইকেট অনুমান করা কঠিন: মুমিনুল

চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিনেও সহজে রান পেয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। মিরপুরে দ্বিতীয় টেস্টে ব্যাটিং অতটা সহজ না হলেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের মতো কঠিন উইকেট হবে না বলেই মনে করছেন মুমিনুল হক। হোম অব ক্রিকেটের উইকেট সম্পর্কে ধারণা করা যে কঠিন- সেটি অকপটেই স্বীকার করলেন বাংলাদেশ অধিনায়ক।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগেরদিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিরপুরের পিচ নিয়ে মুমিনুল বললেন, ‘আসলে অনুমান করা কঠিন। যেটা অনুভব করি, সাদা বলে একরকম হয়। সাদা বলে দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন বিভিন্ন কিছু ফেস করতে হয় ব্যাটসম্যানদের। কিন্তু লাল বল একদিক থেকে হয়। লাল বলে সাদা বলের থেকে ভালো হবে।’

‘মিরপুরের উইকেট সম্পর্ক আমি-আপনি সবাই জানি, খেলাটা কঠিন হয়। আমার কাছে মনে হয় না অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো উইকেট হবে, উইকেট দেখে যেমনটা মনে হল।’

উপমহাদেশের প্রতিপক্ষের সামনে ফ্লাট উইকেট পছন্দ মুমিনুলের। কেননা স্পিনে এশিয়ান ক্রিকেটাররা সবসময়ই অভ্যস্ত, ‘সবাই জানেন, উপমহাদেশের দলগুলো স্পিন খুব ভালো খেলে। আমার কাছে মনে হয় উপমহাদেশের গুলোগুলোর বিপক্ষে স্পিন উইকেটে না খেলাই উচিত। অন্যসব দলই তাই করে। আমার মনে হয় ফ্লাট উইকেটই বেটার।’