চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ধর্ষণের মিথ্যা অভিযোগ’: বিজিবির করা মানহানি মামলায় চার্জ গঠন

কক্সবাজারের টেকনাফে বিজিবির তল্লাশী চৌকিতে ‘ধর্ষণের মিথ্যা অভিযোগ’ করায় এক নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির করা ১০০ কোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের জৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। মামলাটির পরবর্তী তারিখে বিচার কাজ শুরু করারও আদেশ দেন বিচারক।

পরে আদালত চত্বরে বিজিবির আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল করিম বলেন, ‘দেশের দায়িত্বশীল একটি বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে চরম মানহানি করা হয়েছে। এনজিও কর্মী ফারজানা আক্তারের আইনজীবীরা তার অভিযোগের বিষয়টি গণমাধ্যমকর্মীদের উপর চাপানোর চেষ্টা করেছিল। কিন্তু ওই সময় তার দেয়া বক্তব্য আমাদের সংরক্ষণে ছিল। যার ফলে আদালত ৫০০ ধারায় অভিযোগ গঠন করে পরবর্তী বিচার কাজের জন্য আদেশ দেন।’

ফারজানার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর শুক্কুর এ আদেশে বিচার পাননি বলে অভিযোগ করে বলেন, ‘বিজ্ঞ আদালতে অভিযোগ গঠন না করার আবেদন করেছিলাম। কারণ মামলাটি একজন এনজিও কর্মীকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু আদালত অভিযোগ গঠন করেছে। নিম্ন আদালতে যেহেতু সুবিচার পায়নি আমরা উচ্চ আদালতে যাবো।’

গত বছরের ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে নিয়মমাফিক অন্যদের সঙ্গে ব্লাস্টের এক নারী কর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্য দিয়ে জাতীয় ও স্থানীয় অনেক গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে প্রতিবেদনও প্রচার করে। এ নিয়ে হৈচৈ পড়ে যায়।

ঘটনার সত্যতা জানতে দ্রুত তৎপর হয়ে উঠে গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গণমাধ্যম। পরে প্রশাসনিক নির্দেশে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে সেই নারী এনজিও কর্মীর ধর্ষণের আলামত পাননি বলে রিপোর্ট দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় বিজিবির সুবেদার মোহাম্মদ আলি মোল্লা ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন।

মামলাটি আমলে নেওয়ার পর আদালত সাত দিনের মধ্যে সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

সেই নির্দেশনায় মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম। তিনি ওই বছরের (২০২০) ২২ নভেম্বর রোববার আদালতে প্রতিবেদন জমা দিলে চাঞ্চল্যকর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। প্রতিবেদন দাখিলের পর ওই এনজিও কর্মীর বিরুদ্ধে সমন জারি করেন আদালত।