চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মিউজিক স্ট্রিমিং সার্ভিস’ চালু করলো ইউটিউব

মিউজিক স্ট্রিমিং সার্ভিস চালু করছে ইউটিউব। এতে একই সাথে থাকবে ভিডিও এবং অডিও ট্র্যাক। স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্যই ইউটিউবের এমন উদ্যোগ।

ইউটিউব মিউজিকে থাকবে লক্ষাধিক ‘অফিসিয়াল’ ট্র্যাক। আরও থাকবে ইউটিউব ব্যবহারকারীদের আপলোড করা রিমিক্স বা ভিন্নধর্মী কিছু।

অ্যালফাবেটের গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞাপনসহ ইউটিউব মিউজিক সেবাটির জন্য কোনো মূল্য নেবে না ইউটিউব।

আর বিজ্ঞাপন ছাড়া ইউটিউব মিউজিক প্রিমিয়াম সেবা পেতে গ্রাহককে মাসে ৯.৯৯ মার্কিন ডলার গুণতে হবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ায় উন্মুক্ত করা হবে ইউটিউব মিউজিক। পরবর্তী সপ্তাহগুলোতে অন্যান্য দেশে সেবাটি চালু করা হবে।