চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মায়ের সঙ্গে ছাড়া নিউজ দেখা হয় না সাকিবের

ক্রিকেটে তার মনে রাখার মত কীর্তি কম নয়। ব্যাট-বল হাতে দাপিয়ে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। জাতীয় দলের হয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা আছে। সেজন্য আছে র‍্যাঙ্কিং প্রসঙ্গও। তবে বিষয়টা নিয়ে মাতোয়ারা হন না সাকিব আল হাসান। চোখ রাখেন না র‍্যাঙ্কিং সম্পর্কিত কোন খবরেও। মায়ের সঙ্গে না থাকলে তো খবরই দেখা হয় না বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারের।

অনেকদিন ধরেই তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডারের শীর্ষস্থানটা সাকিবের দখলে। টেস্টের সেরার আসনটা অবশ্য মাঝেমধ্যে হাতছাড়া হয়। সেটা যতটা না নিজের পারফরম্যান্সের জন্য, তারচেয়েও বেশি সাকিব টেস্ট খেলার সুযোগ কম পাওয়ার জন্য। সপ্তাহ দুয়েক আগেই যেমন ভারতের রবীন্দ্র জাদেজার কাছে টেস্টের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা হারালেন, দিন সাতেক না গড়াতেই আবার সেরার মুকুট ফিরেও পেলেন। এসব কি খুব ভাবায় সাকিবকে?

‘র‍্যাঙ্কিংয়ের ওসব বিষয়ে খোঁজ খবরই রাখি না। অতোটা খেয়ালও করি না। মাঝে মাঝে স্ক্রলে দেখি। মা সব সময় নিউজ দেখেন। মা’র সঙ্গে থাকলে টিভির স্ক্রল দেখা হয়।’ সাকিবীয় উত্তর।

সাকিব দেখেন বা না দেখেন, সাকিবের মা নিশ্চয় সামনের কটাদিন একটু বেশি করেই নজর রাখবেন টিভি খবরে। রোববার থেকেই মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ। সাকিব নিশ্চয় মাঠে দারুণ কিছু করতে চাইবেন। ছেলেকে নিয়ে কী বলা হল সেটি জানতে টাইগার সমর্থকদের পাশাপাশি সাকিবের রত্নগর্ভা মা’ও নিশ্চয় চোখ রাখবেন টিভি পর্দায়।