চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাশরাফীকে কাঁধে তুলে বিপদে পড়েছিলেন তামিম

তামিম ইকবালের কাঁধে চড়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফীর বিদায়ী ম্যাচটা শেষ হতেই এমন দৃশ্যের অবতারণা ঘটে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই তামিমই হয়েছেন ওয়ানডে দলের নতুন অধিনায়ক।

বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়ক সোমবার রাতে ফেসবুকে আড্ডা দিয়েছেন। লাইভ কথোপকথনের এক পর্যায়ে তামিম মাশরাফীকে বলেন, ‘আপনাকে একটা মজার জিনিস বলি। হয়তো বা আপনি জানেন না বিষয়টা। আমি আপনাকে যেদিন আমার কাঁধে নিলাম, আপনার শেষ অধিনায়কত্বের দিন। আমি চিন্তা করে রাখছিলাম, খেলা শেষ হওয়ার আগে আমিই এটা করতে চাই।’

‘ভাগ্যিস, আর কেউ নয়, আপনার পেছনেই আমি ছিলাম। যখন আমি আপনাকে কাঁধে নিলাম, শুরুতে ১০-১৫ সেকেন্ড দাঁড়াইতে পারছিলাম না। আমার মধ্যে কাজ করছিল (ফেলে দিলে) আমি তো লজ্জা পেয়ে যাবো! সব ক্যামেরা সামনে আমার। আল্লাহর রহমত কীভাবে যেন দাঁড়িয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে গেলে তো আর সমস্যা হয় না। এটা আমার জীবনের সবসময়ের জন্য একটা স্মরণীয় স্মৃতি। আমি সত্যি গর্বিত যে, আমি আপনাকে কাঁধে তুলতে পেরেছি।’

সঙ্গে সঙ্গে মাশরাফী তামিমকে বলেন, ‘আমি তোকে বলেছিলাম, নামাইয়া দে। আবার ইনজুরড হইস না।’