চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক চার শতাধিক

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে চারশ’রও বেশি মানুষ আটক হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক। রাজধানী কুয়ালালামপুরে চালানো পরপর কয়েকটি অভিযানে এদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ জিনিসপত্রের মধ্যে জাল পাসপোর্ট ও মালয়েশিয়ার ইমিগ্রেশন সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির মেশিনও রয়েছে।

বিবিসি জানায়, আর সপ্তাহখানেক পরই মালয়েশিয়ায় সাউথইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। ওই আয়োজনকে সামনে রেখে কুয়ালালামপুরে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে অভিযানগুলো চালাচ্ছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

সোমবারের অভিযানে বিভিন্ন বাড়িতে পুলিশকে দরজা ভেঙ্গে ঢুকে লোকজনকে হাতকড়া পরিয়ে বাসে তুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর তদন্ত ও স্ক্রিনিংয়ের জন্য তাদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ বলছে, ভ্রমণের কাগজপত্র নেই বা ভুয়া কাগজ আছে এমন ব্যক্তি বা সিরিয়া ও ইরাকের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে এমন মানুষদের টার্গেট করেই অভিযানগুলো চালানো হয়েছে।

‘যে বিদেশিদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে, বিশেষ করে সিরিয়ায় সক্রিয় সংগঠনগুলোর সঙ্গে, তাদের আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেবো,’ ফ্রি মালয়েশিয়া টুডে’কে বলেছেন পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তা আইয়ুব খান মাইদিন পিচায়।