চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মালয়েশিয়ায় পাচার: ২৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের শুকনাছড়ি থেকে মালয়েশিয়ায় পাচারের সময় ২৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ জন শিশু।

এই রোহিঙ্গারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।

স্থানীয়ররা জানান, দক্ষিণ কলাতলী এলাকার রাসেল ও আনোয়ার নামে দু’জন সন্দেহভাজন মানবপাচারকারী দালাল প্রায় অর্ধশতাধিক রোহিঙ্গাকে জড়ো করে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে শুকনাছড়ি এলাকার স্থানীয় জনগণ তাদেরকে ধাওয়া করে।

দালালসহ অনেকে পালিয়ে গেলেও ২৩ জনকে আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৩ জনকে উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান, একদল রোহিঙ্গাকে জড়ো করে সমুদ্র পথে মালয়েশিয়া পাচার করার প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন দালাল। পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া ২৩ জন রোহিঙ্গাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।মালয়েশিয়ায় পাচারের পথে রোহিঙ্গা আটক

পাচারে জড়িত স্থানীয় দালালরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এর আগে গত ১২ মে রাতে টেকনাফের বাহারছড়া থেকে ৮ জন, মহেশখালীর কালারমারছড়া থেকে ১৪ জন ও ১১ মে মহেশখালীর পানিরছড়া থেকে ১২ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।