চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপনে রাজবাড়ির সাফল্য

মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপনে সাফল্য পেয়েছে রাজবাড়ি জেলা। এসএমসি কমিটি আর এলাকাবাসীর সহযোগীতায় কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক স্কুল ও মাদ্রাসায়।

জেলা শিক্ষা অফিস বলছে, ডিজিটাল শ্রেণীকক্ষের গুরুত্ব বোঝার কারণে এমন উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ঢাকার বেশ কাছের এই জেলার শতভাগ না হলেও বিভিন্ন এলাকার শীর্ষ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখতে পাওয়া যায় এমন মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ। এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একটি নয় ৭/৮টি কম্পিউটার দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে কম্পিউটার ল্যাব।

রাজবাড়ির এই জেলা শিক্ষা কর্মকর্তা বলছিলেন সেই কথাই। তিনি বলেন, আমাদের রাজবাড়ি জেলায় ২১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার উপকরণ রয়েছে। এবং এই কার্যক্রমটি এখন পর্যন্ত সচল আছে। মনিটর করতে গিয়ে দেখা গেছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণে সমস্যা রয়েছে তবে বেশিরভাগ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার কার্যক্রম সক্রিয়।

জেলা শিক্ষাকর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান আরো বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের চারজনের অধিক শিক্ষক মিাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছেন। এবং কিছু প্রতিষ্ঠানেই রয়েছেন তারা মাল্টিমিডিয়ায় প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা শুরু করেছেন।

‘আর সেকারণেই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ঘনঘন তাগাদা দেয়াতে স্কুলগুলোও নিজেদের স্বার্থে লেখাপড়ার পরিবেশকে সুন্দর করতে এমন কার্যক্রম হাতে নিয়েছে। ফলাফলও বেশ ভালো।’

এই কর্মকর্তা বলছেন, অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে কোনো একটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ না থাকলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা মনে করেন তারা পিছিয়ে যাচ্ছে লেখাপড়া থেকে।